Sunday, March 16, 2014

অনুগল্পঃ বিলাসিতা


-বাজান, কয়েল আনছো?
-ভুইল্লা গেছি রে, বাজান!
-আইজও ভুইল্লা গেছো? কয়েলের কতা তুমার এক দিনও মনে থাহে না ক্যান? জানো বাজান, মশার কামুড়ে আমার রাইতে ঘুম অয় না!

অনুগল্পঃ ছোট্ট পাখি


ছোট্ট একটা পাখি উড়ে চলেছে। সঙ্গিনীকে নিয়ে তার ছোট্ট নীড় ছিল উঠোনের পেয়ারা গাছের ডালে। পেয়ারা পাতার আড়ালে ঝড়-বৃষ্টি-রোদ আর বাড়ির দুষ্টু ছেলেটার চোখ ফাঁকি দিয়ে সংসার পেতেছিল তারা দু’জন। সুখের সংসার ছিল বলতে হয়। সকাল সকাল দু’জন মিলে কিচির-মিচির প্রেম করতো! একটু বেলা হলেই খাবারের সন্ধানে দুজন দুই দিকে উড়ে যেত। খাবারের সন্ধানে এই গাছ ছেড়ে সেই গাছ, এই আঙ্গিনা থেকে সেই আঙ্গিনা চরে বেড়াত কিন্তু মন পড়ে থাকত সেই পেয়ারা গাছে। শেষ বিকেলে আবার সেই কিচির-মিচির প্রেম। বাড়ির মমতাময়ী গৃহিণীর মমতায় তাদের দিন ভালোই কাটছিল। সেই দুষ্টু ছেলেটার চোখ থেকে গৃহিণী তাদের ভালোবাসার নীড়কে আড়াল করে রেখেছিলেন। 

কিন্তু হঠাৎ একদিন ঝড়ের মত কোথা থেকে কী হয়ে গেল। সেই দিন সঙ্গিনীর জন্য খাবার নিয়ে ফিরে দেখল পেয়ারা গাছটি উঠোনে পড়ে আছে। কাঁটা গাছটি দেখে তার বুকটা হাহাকার করে উঠল! সে উঠোনে পড়ে থাকা গাছে তাদের তছনছ হয়ে যাওয়া নীড় খুঁজে পেল ঠিকই, কিন্তু পেলনা প্রিয় সঙ্গিনীকে। পাখিটা পাগলের মত খুঁজে ফিরল তাকে। আঙ্গিনায়, গাছে, আনাচে-কানাচে কোথাও দেখা মিলল না তার সঙ্গিনীর। একরাশ অভিমানে সঙ্গী হারা ছোট্ট পাখিটি উড়ে চলল এক অজানায়। এমন এক অজানা যেখানে ঠিকানাহীন পাখিটিকে খুঁজে পাবে না ঐ দুষ্টু মানুষ গুলো!

শূন্য পথিকের মূল পোষ্ট>>