Saturday, May 18, 2013

মে দিবস


-না রে ভাই! এটা 'মেয়ে দিবস' বা 'ছেলে দিবস' না! এটা 'মে দিবস'! ইংরেজি মে মাসের এক তারিখে এই দিবস পালিত হয়। শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ তাঁদের দাবি-অধিকার আদায়ের......
-না না! সাভারের ঘটনার সাথে এই দিবসের কোনো সম্পর্ক নেই। প্রায় ১০০ বছর আগে থেকে

সারা পৃথিবীতে এই দিবস পালিত হয়। তবে মে দিবসের তাৎপর্য সঠিক ভাবে মেনে চললে আজ আমাদের সাভার, তাজরিনের মত দুর্ঘটনার মধ্যে পড়তে হয় না।

বিঃ দ্রঃ কোটি কোটি শ্রমিকদের কাছে এই দিনটা নিছক ছুটির দিন ছাড়া আর কিছুই না! গার্মেন্টস খাতে দুই ঈদে ৪ দিন+মে দিবস=৫ দিন, এক বছরে হাতে গোনা ৫ দিন ছুটি।

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment