Sunday, May 5, 2013

ভালবাসা দিবস এবং একটি আফসোস!

ভালবাসা ভালবাসা




















আফসুস! সত্যি আফসুস!! একজন মানুষের মৃত্য দিবসকে সামনে রেখে সবার লাফালাফি দেখতে অবাক লাগে!! বিচিত্র সব মানুষ!! :( :( 

ইতিহাঁস/পাতিহাঁসঃ ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও

চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল।

দেখেন অবস্থা! ভাইরে (সাথে আফারাও), এইবার একটু থামেন! :P :P :P বিশেষ বিশেষ দিনে না, প্রতিদিনই ভালবাসুন! :) ♥

শুন্য পথিকের মূল পোষ্ট>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment