Thursday, May 9, 2013

"দ্যা লাস্ট সাপার"

ভিঞ্চির "দ্যা লাস্ট সাপার"

"দ্যা লাস্ট সাপার" ভিঞ্চি’র অন্যতম একটি চিত্র কর্ম। এখানে যীশুকে (মুসলমানদের ঈসা (আঃ), যীশু বলছি
কারন মূল চিত্রতে এই ভাবেই বর্ণনা করা হয়েছে) তার ১২ জন সঙ্গি নিয়ে শেষ নৈশভোজ করছেন। ঠিক এই সময় তিনি তাঁর অনুগত সাথীদের জানান এই ১২ জনে মধ্যে ১ জন কাল সকালে তাঁর বিরুদ্ধে সাক্ষী দেবে এবং তাঁর মৃত্যুর কারন হবে। “কে সেই সাথী?” এই বিষয় নিয়ে তখন কানাকানি-আলোচনা চলছে। 

ঈসা (আঃ) এর এই ১২ জন সাথীর মধ্যে একজন মহিলা আছেন, ধারনা করা হয় উনি ঈসা নবীর স্ত্রী বা সঙ্গিনী। যদিও খ্রিস্টানরা তাঁর এই মেয়ে সঙ্গিনীর অস্তিত্ব স্বীকার করে না। কিন্তু এ বিষয়ে প্রথম বোমাটা ফাটান ড্যান ব্রাউন। তার ‘দ্য ভিঞ্চি কোড’ বই থেকে জানা যায় ‘উনার’ নাম মেরী মাগদালিন। ঈসা (আঃ) এর ডান পাশে “V” আকৃতিতে বসা সঙ্গীই হলেন সেই মেরী মাগদালিন। ঈসা (আঃ) নিজেও দুই হাত দিয়ে উল্টা 'V' বা '^' দেখাচ্ছেন। এই ‘V’ এবং '^' শেপেরও বিশেষ অর্থ আছে। সব কিছুই দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন লিওনার্দো ভিঞ্চি।

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment