Wednesday, May 8, 2013

বন্দিত্ব! :(


দেশে কি শুরু হয়ে গেল বুঝতে পারছি না। নিজের দেশে নিজেকেই বন্দি বন্দি লাগছে। সবার মধ্যে চাপা ভয়...খুব জরুরী কাজ ছাড়া বাইরে বের হওয়া যাবে না, যে কোনও কিছু হয়ে যেতে পারে।
বাড়ি থেকে ঘন ঘন বাবা-মায়ের বারবার ফোন ‘তুই এখন কোথায়?’ ‘বাইরে?’ ‘এখন বাইরে কি করিস?’ 'তাড়াতাড়ি বাসায় যা।' ১০ মিনিট পর আবার ফোন ‘বাসায় গেছিস?’ ইত্যাদি। বাবা-মায়েরই বা কি দোষ দেবো?

চারেদিকের পরিবেশ, টিভি নিউজ আর পত্রিকা দেখে তাদের মনও দুর্বল হয়ে গেছে। আসলেই এই সময়ে বিপদে পড়বে আমার মত আমজনতা-বিশ্বজিতরা। :/ :/
মাত্র ছোট চাচ্চু ফোন করলো। চাচ্চু বিজিবিতে আছে। এমনিতে সে খুব শক্ত মানুষ। তবুও তার কণ্ঠে ভীতি টের পেলাম। ‘শোন বাইরে একদম বের হওয়ার দরকার নেই। ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে। তোরা টের পাবি না। আমরা পাচ্ছি। সুতরাং কয়েকটা দিন সাবধানে থাক। সময়টা অস্থির।।' :( :(

আরেক চাচু ঢাকাতেই থাকেন। উনি ঢাকা জেলা জজ। উনিও ফোন দিয়েও অনেক কথা বললেন। ক্লাস-পরীক্ষা জাহান্নামে যাক। সব পরে করা যাবে। আমরা তিন কাজিন একসাথে এক বাসায় থাকি। তাই পরিবারের সবার আমাদের নিয়ে দুশ্চিন্তা একটু বেশি। :/ :/

আবার দেখলাম ৫ তারিখ হরতাল। তারমানে টানা ৩ দিন হরতাল! আমরা আছি কোন দেশে? এই দেশ নামেই স্বাধীন। আসলে বড় বড় কয়েকটি রাজনৈতিক দলের কাছে আমরা পরাধীন। >:( >:(
 

শুন্য পথিকের মূল পোস্ট>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment