Friday, May 10, 2013

বাঙালীর পহেলা বৈশাখ পালন!

শিলা VS পহেলা বৈশাখ

ঘুমিয়েছিলাম 'ফেভিকল সে' 'শিলা কি জওয়ানি' 'মুন্নি বদনাম' শুনতে শুনতে। চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান!! এখনো সূর্যোদয় হতে ঢের বাকি, ভেবেছিলাম 'এসো হে বৈশাখ এসো' শুনে ঘুম ভেঙে যাবে। ভালই হবে... অনেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠা হয় না। নতুন বছরের
প্রথম দিনের শুরুটা না হয় একটু ভিন্ন হবে। ভাল তো! ভাল না?? :)
কিন্তু অভাগা যে দিকে চায় 'পান্তা ইলিশের মরীচিকা' দেখতে পায়!! :( :( 'বেত্তমিজ দিল' আর 'হুক্কা মার' এর অত্যাচারে মনে হচ্ছে 'খোদা দড়ি না ফালায়ে রকেট ফালাও (আমি অলস মানুষ), উডি যায়!' :/ :/


একটু ট্র্যাডিশনাল পোশাক পাঞ্জাবী-লুঙি পরে যে বের হব, তাও বিপদ! বারিধারাতে লুঙি নিষেধ! ঝা চকচকে রুমে 'জুতা খুলিয়া প্রবেশ করুন' এর মত যদি বারিধারার ভেতরে 'লুঙি.........'!! খাইছে! আর ভাবতে পারছি না! মাথা টন টন করে! 

পাগলের সুখ মনে মনে... দরজা জানালা আটকায়ে মনে মনে গায়তেছি 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' শাহ্‌ করিম কাকুরে ধন্যবাদ, আফসুস করার মত একখান গান লিখে গেছেন, তা-না হলে আমাগের মত গোবেচারা পাবলিকের 'অবস্থা- The Condition' সিরাম খারাপ হয়ে যেত!

একগাদা মন্দ কথা শুনালাম? আরে বস "শেষ ভাল যার, সব ভাল তার"! সব শেষে জানাচ্ছি বেসম্ভব শুভকামনা। আপনার বাংলা নতুন বছর অচাম, সুফার্ব‌()(!), মাইন্ড বলোইং (!!) কাটুক! শুভ ৪২০, থুক্কু ১৪২০!

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment