Friday, May 10, 2013

প্রিয় অংক! :P


ছোট বেলায় অংক নামক ভূতটাকে অনেক শক্ত ও দক্ষ হাতে নিয়ন্ত্রণ করতাম! অন্য বিষয় গুলোতে খারাপ করলেও অংক ছিল প্রিয় বিষয়। মনে পড়ে আমরা ২-৩ বন্ধু মিলে ক্লাস ১০ এর টেস্ট
পরীক্ষার পর এক ভাবওয়ালা নয়া শিক্ষককে অংক দিয়ে নাস্তানাবুদ করেছিলাম!
ইন্টার লাইফে যখন ফলাফল বিপর্যয় শুরু হয়ে গেল... সেই প্রবল মন্দার ভেতরেও অংকতে খুব ভালো করেছিলাম! ভার্সিটি লাইফেও অংকের দয়াতে বেশ পাশ করে যাচ্ছি!

বিরক্ত হবেন না, আমি আমার রামায়ণ শোনাতে আসি নি!! ঘটনা কাল রাতের... অংকের কাছে কঠিন ভাবে নাস্তানাবুদ, ক্লাস ৯ এর নতুন অংক বইয়ের অংক নিয়ে! সমাধানের জন্য আজ ছোট বোনকে ফোন দিতে হবে! আপনারা দয়া করে প্রশ্ন করবেন না কোন অংক? উত্তর দেবো না। অকারনে লজ্জা পেতে চাই না!! 

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment