Monday, May 13, 2013

সাভার ট্র্যাজেডি ও কিছু কথা


পরবর্তী পদক্ষেপঃ
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি-
"আল্লার মাল আল্লাহ্‌ নিয়েছে!" 

এরপরঃ
'অমুক'কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা

দিতে নির্দেশ!

তদন্ত চলাকালীন সময়েঃ
বিভিন্ন সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও হানিফের বেক্তিগত তদন্ত প্রতিবেদন- "এই ঘটনার পেছনে বিরোধী দলের ষড়যন্ত্র আছে! যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য হরতাল সফল করতে বিরোধী দল এই ঘটনা ঘটিয়েছে!"

বিরোধী দলের পক্ষ থেকেঃ
এই বক্তব্যের তীব্র সমালোচনা। ৩৬ ঘন্টা সকাল সন্ধ্যা হরতাল! হরতালে কক্টেল বিস্ফোরণ, গাড়ীতে আগুন।
১৮ দলের কয়েক জন নেতা কর্মী গ্রেপ্তার। এই নেতাকর্মীদের মুক্তির দাবিতে আবার সকাল সন্ধ্যা হরতাল! ইস্যুতে ইস্যুতে ধুল পরিমান!

১ মাস পরঃ
সাত দিনের তদন্ত প্রতিবেদন ইস্যুতে চাপা। এদিকে তদন্ত কর্মকর্তারা ভুলে গেছেন তদন্তের টপিক!

৩মাস পরঃ
ভবন মালিক ও গার্মেন্টস মালিকের নামে ঋণ অনুমোদন সুপারিশ অর্থমন্ত্রীর! নিহত-পঙ্গু কর্মীদের কাচকলা দেখিয়ে আবার নতুন করে শুরু!

বিঃ দ্রঃ "এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?..."

শুন্য পথিকের মূল পোস্ট>>



"এই বেজন্মার দল! আমার রক্ত পানি করে নিজের জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রাসাদ তুলেছিস...! 
আর সামান্য ক'টা টাকার জন্য আমাকেই কি-না জোর করে ধ্বংসস্তুপে চাপা দিয়ে খুন করলি?
যদি আমিই না থাকি তবে তোদের কি হবে একবার ভেবেছিস? তখন কার রক্ত চুষবি?"

শুন্য পথিকের মূল পোস্ট>>




"স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে ‘নাড়াচাড়া’ করেছিল। ভবনটি ধসে পড়ার পেছনে এটিকেও ‘একটি কারণ’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। - (বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে)"
সূত্রঃ প্রথম আলো, ২৫-০৪-২০১৩, পাতা- ৬।

কি বলেছিলাম না?! মনে আছে তো...?? সত্যি সত্যি বিবৃতিটা এসেই গেল-
~~ তদন্ত চলাকালীন সময়েঃ (কল্পনা থেকে দেওয়া স্ট্যাটাস)
বিভিন্ন সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও হানিফের বেক্তিগত তদন্ত প্রতিবেদন- "এই ঘটনার পেছনে বিরোধী দলের ষড়যন্ত্র আছে! যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য হরতাল সফল করতে বিরোধী দল এই ঘটনা ঘটিয়েছে!" ~~

বিঃ দ্রঃ "মন্ত্রী সাহেব, নতুন কিছু বলেন! বারবার পুরাতন কথা শোনার জন্য তো আপনাকে হটসিটে বসানো হয় নি! স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি পাবনা হেমায়েতপুরে তাদের নতুন অফিস খুলতে যাচ্ছে? সত্যি নাকি??" :P :P

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment