Wednesday, May 8, 2013

কাকতালীয় ও টেলিপ্যাথি


অলৌকিক ব্যাপারে আমার তেমন বিশ্বাস নেই তবে কাকতালীয় বলে ব্যাপার গুলো মনে-প্রাণে মানি। অনেকেই দেখি নিতান্ত কাকতালীয় ব্যাপার গুলোকে অলৌকিক ধ্যান জ্ঞান করেন!! 

আজ সন্ধ্যাতে কাকতালীয় টেলিপ্যাথি জাতীয় একটা ব্যাপারে খানিকটা চমকে উঠেছিলাম! অসময়ে হঠাৎ কেন

জানি আব্বুকে ফোন দেওয়ার কথা মনে হচ্ছিলো। ২০-২৫ সেকেন্ড হবে হয়তো...আব্বুর ফোন! একটু হলেও চমকে উঠেছিলাম! এই সময়ে আব্বু কখনো ফোন করে না। কথা বলে বুঝলাম ফোন করার তেমন কোনও কারনও নেই, এই এমনি খোঁজ খবর নিতে ফোন করেছে! 

টেলিপ্যাথি নিয়ে খুব বেশি ধারনা নেই তবে বিজ্ঞানে যদি এর কোনও ভিত্তি থাকে তবে আমার ধারনা বাবা-মায়ের সাথে সন্তানের এই বন্ধনটা অনেক শক্তিশালী। এমন ঘটনা আমার মায়ের সাথে অনেকবার ঘটেছে। সন্তান যেখানে যত দূরেই থাক না কেন তাদের দুঃখ-কষ্ট-সুখ বাবা-মা কি ভাবে জানি টের পেয়ে যায়! এই অসামান্য ক্ষমতাটা হয়তো করুনাময় তাঁদের দিয়েছেন!
 

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment