Tuesday, May 7, 2013

এক হাতুড়ে ডাক্তার এবং আমাদের ডিজিটাল সরকার!


























আমার এলাকায় এক হাতুড়ে ডাক্তার আছে, রোগী আসলেই যার কাজ ইনজেকশন অথবা স্যালাইন পুশ করে দেয়া। তো তাকে আরেক ডাক্তার জিজ্ঞসা করছে-
-ভাই আপনি খালি এই কাম করেন ক্যান? -আরে ব্যাটা! আমি কি আর সাধে করি? আর কিছু পারলে তো সেটা করবো? আমি জানিই শুধু ইনজেকশন পুশ করতে!!! আর গ্রামের মানুষের ইনজেকশন আর স্যালাইনের উপর

অনেক ভরসা! তারা কিছুই বোঝে না, ইনজেকশন করলে খুশি সাথে স্যালাইন ঝুলিয়ে দিলে তো আর কোনও কথায় নাইম অন্য ঔষুধের দরকার নাই!! :P :P :P (এই ডাক্তারের আরও গল্প অন্য দিন করবো)

ইদানিং আমাদের দেশের ডিজিটাল সরকারের অবস্থা হয়েছে এই ডাক্তারের মত! কিছু হইলেই ইনজেকশন থেরাপির মত ফেসবুক, টুইটার, ইউটিউব বন্ধ! কারন তারা পারে শুধু এতো টুকুই! >:(
সরকার সাহেবা, আপনি এই ডাক্তারের মত ভুলে যাবেন না আপনি যে ১কোটি তরুনের ভোট নিয়ে ও তাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন...তারা ইনজেকশন থেরাপির অর্থ বোঝে... শুধু বোঝে বললে ভুল হবে... ভালো মতই বোঝে। তাই এই থেরাপি আর রিপিট না করাই মনেহয় ভালো! >:(

কতিপয় ছাগুর ভয়ে আপনারা আজ আবার যা করলেন এটা ঠিক না। অনুরোধ করছি ভবিষ্যৎ এ চোরের ভয়ে আপনারা আর আমাদেরকে মাটিতে ভাত খেতে বলবেন না! :) :)

শুন্য পথিকের মূল পোস্ট>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment