Saturday, May 18, 2013

ছেলেটা-০১


গল্পটা ছেলেটার এইসএসসি পরীক্ষার সময়ের। পরীক্ষা চলছে। হঠাৎ তার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেল। শুধু খারাপ না, পাশ ফেল নিয়ে টানাটানি। ছাত্র হিসেবে সে কখনোই খারাপ ছিল না। তাই তার কাছে এমন কিছু সত্যি অপ্রত্যাশিত ছিল! চারেদিক থেকে শত শত কথার তীর! যেন পৃথিবীর সবাই তার বিপরীতে অবস্থান নিয়েছে! এমনি গ্রামের ছেলে হয়ে স্রোতের বিপরীতে এসএসসি পাশ করার পর শহরে ভর্তি হওয়া নিয়ে অনেকের চক্ষু শূল, তার উপর
আবার এমন কাজ! সবাই যেন ছেলেটির বিরুদ্ধে উঠেপড়ে লাগলো! 

তার স্পষ্ট মনে পড়ে এসএসসিতে ভাল করার পর যে বাবা তাকে নিয়ে গর্ব করতো 'দেখতে হবেনা কার ছেলে!' সেই বাবাকেও এই সময় ছেলেটা পাশে পেলনা। 'বাবার ছেলে' থেকে একদিনে সে 'মায়ের ছেলে' হয়ে গেল! হুম... ছেলেটির জীবনের সবচেয়ে খারাপ সময়ে সে শুধু একজনকে পাশে পেয়েছিল। তার মাকে।

ছেলেটা রীতিমত একঘরে হয়ে গেল। লজ্জাতে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী কারো সাথে কোনো যোগাযোগ নেই। ভুলে কারো সামনে পড়ে গেলাই সবার সেই একই কথা। বাবাও ঠিক ভাবে কথা বলেন না। এর মধ্যে রেজাল্ট হয়ে গেল। ফেল না করলেও মোটামুটি একটা জিপিএ নিয়ে পাশ করল। শুধু একটা মানুষ যার কাছে ছেলেটার রেজাল্ট না ছেলেটাই মুখ্য ছিল সব সময়। ছেলেটার মা।

সেই সময়টাতে তার মা তার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। সবাই যে যার মত কথা বলতো। ছেলেটার বাবাও মাঝে মাঝে বিভিন্ন কথা বলতো। কিন্ত মা সব সময় সচেতন, কথা গুলো যেন তার ছেলের কানে না যায়। 'মায়ের ছেলে' এই প্রথম বুঝতে পারে সন্তানের জীবনে একজন মা কত বড় আশীর্বাদ। আর কিছু না হোক জীবন যখন কঠিন থেকে কঠিনতর হয় তখন অন্তত মায়ের কোলে মুখ গুজে কাঁদা যায়। মা যখন সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন, জীবন কেন জানি ম্যাজিকের মত সহজ মনে হতে শুরু করে।

মাগো, তুমি কেমন আছো? অনেক দিন তোমায় দেখি না। প্রায় পাঁচ মাস! এত দিন তোমাকে না দেখে কখনোই থাকি নি। সব ছেড়ে ছুড়ে বাড়ি চলে আসতে মন চাচ্ছে। কিন্তু পারছি না, পরীক্ষাই যে শেষ হচ্ছে না! তবুও দূর থেকে একটা কথা বলি-
ভালোবাসি ভালোবাসি... ♥ 

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment