Saturday, May 18, 2013

ছেলেটা-০২


: সমস্যা হচ্ছে জামার বোতামের আর তোমার! খালি বোতাম খুলে যায় আর তুমি ওটা ঠিক ভাবে লাগাতে পারো না! দুই দিন পর আবার খুলে যায়!!
: আর প্রতিদিন একটা করে কলম হারাস? এটা?
: বোতামের মত কলমও বেয়াদব! হারিয়ে যায়, আমি কি করবো?
: (দীর্ঘশ্বাস)...


ছোটবেলায় ছেলেটার শুধু জামার বোতাম খুলে পড়ে যেত... আর প্রতিদিন একটা কলম

হারাত! তার জামাতে কম করে হলেও দুইটা বোতাম সব সময় খোলা থাকত! অবাধ বাতাস প্রবাহের পথ! নিরুপায় বাবা এক প্যাকেট ইকোনো কলম কিনে রাখত! একদিন স্কুল থেকে কলম ফিরিয়ে আনতে পারলে সেটা ইতিহাস হয়ে যেত! সেই দিন বিশেষ দিন!!

ছেলেটার জামার বোতাম এখন আর না হারালেও... এখনো হরদম তার কলম হারায়! তবে এখন কলম হারানোর হার কিছুটা কমেছে!

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment