Thursday, May 9, 2013

আমি


খোলস ছেড়ে বেরিয়ে আসার প্রচেশ্ঠা,
আলোর বিপরীতে আমার ছায়া বলে,
'কে তুমি?'
'আমি? আমি আবার কে? আমি তো আমিই!'


'দূর! নিজেকে চিনতে শিখ।
আমাকে দেখো-
আমার অস্তিত্ব যেমন আলো আধারের ধাঁধাতে বন্দি,
আলোর গর্ভে আমার জন্ম,
আবার আলোর নিরবতা মানে আমার মরন।
নির্ভরশীলতা টুকু অন্য কাউকে বিলিয়ে পঙ্গু হওয়ার আগেই
নিজেকে নিজে সাহয্য করো।

মনে রেখো পাড় ভাঙা অতৃপ্ত নদী-
সর্বনাশ ছাড়া আর কিছুই উপহার দিতে পারে না।'

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment