Monday, May 6, 2013

উথাল পাথাল জোছনা

উথাল পাথাল জ্যোৎস্না

উথাল পাথাল জোছনা শুধু মানুষের মধ্যেই হাহাকার তৈরি করে এটা সম্ভবত ঠিক না... মানুষের খুব কাছের প্রাণী কুকুরও সম্ভবত জোছনাগ্রস্থ হয়, পূর্ণিমা তাদের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি করে।। ভরা পূর্ণিমাতে ঠিক মধ্য
রাতে অনেক কুকুর অদ্ভুত ভঙ্গিতে বার বার ডেকে উঠে..ডাকার স্বরটাও অনেক করুণ। 

আচ্ছা আর এমন অন্য প্রাণী কি আছে? 
তবে আমার মনে হয় প্রাণী জগতের বাইরে ভুত-পেত্নীর মনে পূর্ণিমা হাহাকার তৈরি করতে পারে! :P ঘাড় মটকানো, ভয় দেখানোর জন্য 'উনাদের' পছন্দের সময় অমবশ্যা! আমি জীবনেও 'পূর্ণিমা রাতের ভুতের গল্প' শুনিনি। :P 
শুন্য পথিকের মূল পোস্ট>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment