Monday, May 6, 2013

একুশে ফেব্রুয়ারি এবং একটি পিচ্চির কাহিনী


সন্ধার পরে গলির আনাচে কানাচে অস্থায়ী ফুলের দোকান দেখে মনে পড়ে গেল কাল একুশে ফেব্রুয়ারি। চারেদিকে গোলাপ, রজনীগন্ধা, আর গাঁদা ফুলের সমারোহ। দিন ভর কাজের শেষে দলে দলে মানুষ ফুল কিনে বাড়ি ফিরছে। দারুন এই ব্যাপারটা দেখে মনটা ভালো হয়ে গেল। পরিচিত এক দেকানি দেখে এগিয়ে গেলাম। বেচা বিক্রি কেমন জিজ্ঞেসা করতে জানালো- ভালোই চলছে। 
-কোন ফুলটা বেশি বিক্রি হচ্ছে?
-গোলাপ। :D :D :D 
তার দোকানে সবচেয়ে দামি ফুল গোলাপ হলেও কিশোর ও যুবক বয়সী ছেলে মেয়েরা লাল

গোলাপই বেশি কিনছে বলে সে জানালো। কিছুক্ষন দাঁড়িয়ে থেকে তার কথার প্রমানও পেলাম। অল্প বয়সী ছেলে মেয়েদের লাল গোলাপ প্রীতি দেখে ভালোই লাগলো। :P :P :P

এক ছোট্ট মেয়ে আসছে বাবার সাথে ফুল কিনতে। সে দেখলাম গাঁদা ফুল নেবে। গাঁদা ফুল সকাল পর্যন্ত সতেজ রাখা ঝামেলা বলে তার বাবা তাকে রজনীগন্ধা নিতে বলছে। শুধু পেপসির বোতলে পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়। :) :)
আমি পিচ্চি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম,
-ফুল কি করবে?
-কাল স্কুলে শহীদ মিনারে দেবো।
তার বাবা জানালো মেয়ের স্কুলে এইবার প্রথম অস্থায়ী শহীদ মিনার তৈরি হয়েছে। মেয়ে মিনারে ফুল দিতে যাবে, তাই আজকেই ফুল কেনার বাইনা।

-কালকে কি দিন তুমি জানো?
-২১শে ফেব্রুয়ারি।
-২১শে ফেব্রুয়ারি কি জানো?
-মাতৃভাষা দিবস। (অস্পষ্ট উচ্চরন)
বাবা আবার জানালো মেয়ে ‘আন্তর্জাতক’ উচ্চরন করতে পারে না।
-এই দিন কি হয়েছিল?
মেয়ে এই বার একটু লজ্জিত। বাবার মুখের দিকে তাকায়। বাবা বলল, “বল মা, তোমাকে না এই কিচ্ছুক্ষন আগেই শিখিয়ে দিলাম।“
-বাংলা (ভাষা) নিয়ে যুদ্ধ হয়েছিল। (হাতের আঙ্গুল দিয়ে গুনে) সালাম, র...রফিক, মিজান (পরে মেয়েটির বাবা বলল ‘বরকত’ নামটা ভুলে গিয়েছে হয়তো। ‘মিজান’ তার নিজের নাম, মেয়ে ভুলে বাবার নাম বলে দিয়েছে) মারা গিয়েছিলো।
পিচ্চি মেয়ের মুখে এই সব কথা শুনে আমি রীতিমত থ। :O :O

-কাদের সাথে যুদ্ধ হয়েছিল তুমি জানো?
মেয়ে এবার অসহায়...বারবার বাবার মুখের দিকে তাকায়। পিচ্চির মুখ দেখে আমারও অনেক খারাপ লাগতে লাগলো... এতোটুকু মেয়ে এতো কিছু জানার কথা না। তাকে আমার এতো কঠিন প্রশ্ন করা ঠিক হয় নি। :( :/
ওর বাবা বলল, “আমার মেয়েটির মাথা অনেক ভালো একবার কিছু বলেই মনে রাখতে পারে। এই বিষয়টা এতো ভালো ভাবে ওকে বলা হয় নি।“
-এটা ওর জানার কথাও না। বড় হতে থাকুক...আস্তে আস্তে সব জানাবেন। এক সব বিষয়ে পরিষ্কার ধারনা থাকা প্রয়োজন।

বাপ-বেটির ফুল কেনা শেষ।
-আচ্ছা ইমা, ভালো থেকো। (পিচ্চির ভাক নাম ইমা)
ইমার মনে হয় আমার উপর রাগ!:@ :@ কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। তারপর এক হাতে ফুল আর আরেকটা দিয়ে বাবার বাবার হাত ধরে হাঁটা ধরল। হাঁটা দেখে মনে হচ্ছে এখনো তার মন খারাপ।:( :( আগামীকাল সকালে সে বাবার সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে যাবে। হাতে এক গুচ্ছ রজনীগন্ধা, মুখে হাসি। বাবাকে হয়তো প্রশ্ন করবে "বাবা, সে-দিন আমরা কাদের সাথে যুদ্ধ করেছিলাম?" তার বাবা গল্প বলার ভঙ্গিতে বলে যাবে ভাষা বীরদের বীরত্ব মাখা কাহিনী। :)

যেখানে অনেক বড় বড় মানুষ মনে করে ১৯৭১ সালের ২১শে ফেব্রুয়ারি অনেক যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছিল (!!) ... অনেক মানুষ মারা গেয়েছিল ... এমন আরও কত কি(!!) সেখানে ছোট্টো এই পিচ্চি অনেক কিছুই সঠিক জানে এটাই বা মন্দ কি?

শুন্য পথিকের মূল পোস্ট>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment