Saturday, May 18, 2013

মা এবং একটি আকুতি


"There are many things in heaven & earth" 
কিন্তু সন্তানের জন্য মায়ের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর আছে কি? 'মা' ছোট্ট অথচ মধুর একটি শব্দ। মাকে নিয়ে আমাদের অনুভূতিরও শেষ নেই। 

কিন্তু গুগলে কখনো 'মা' লিখে খোঁজ করেছেন? করে থাকলে আপনার গা শিউরে ওঠার কথা! পাতার পর পাতা খোঁজ করলেও মাকে নিয়ে ভাল কোনো অনুভূতি পাবেন না। কিছু নরকের কীট মাকে নিয়ে 'চটি গল্প' লিখে ভরে ফেলেছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে?

তবে কি আমাদের কাছে "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত" কথা গুলো শুধু ধর্মগ্রন্থের মামুলি লোভে পরিণত হচ্ছে?

সবাই এগিয়ে আসুন। মাকে নিয়ে আপনাদের দারুন অনুভূতি গুলো বিভিন্ন ব্লগ, পেজ, সাইটে প্রকাশ করুন। এই 'চটি পেজ' গুলোকে রিপোর্ট করুন।

বিঃ দ্রঃ অনেক আগে থেকেই ব্যাপারটা আমার মনে কাঁটার মত বিধে ছিল। আজ এক বন্ধু তার পেজ ( Amar Maa ) থেকে একটা পোষ্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কয়েক লাইন লেখার অনুরোধ করল। তার পেজ থেকে সে এই বিষয়ে কিছু একটা করার চিন্তা করছে। জানিনা আমি কি করতে পারব। আমার লিস্টে অনেক সেলিব্রেটি ও জ্ঞানী মানুষ আছেন, তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি।

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment