Sunday, March 16, 2014

অনুগল্পঃ বিলাসিতা


-বাজান, কয়েল আনছো?
-ভুইল্লা গেছি রে, বাজান!
-আইজও ভুইল্লা গেছো? কয়েলের কতা তুমার এক দিনও মনে থাহে না ক্যান? জানো বাজান, মশার কামুড়ে আমার রাইতে ঘুম অয় না!

অভিমানী ছেলের মুখের দিকে তাকিয়ে কাসেমের মন খারাপ হয়ে গেল। ছেলের কাছে সে মিথ্যা বলেছে। কয়েল কেনার কথা সে ভুলে যায় নি। আসলে তার পকেটে টাকা ছিল না। সে এটাও জানে, মশার জন্য তার ছেলে কাল রাতে ঠিক মত ঘুমাতে পারে নি। দিন মজুর কাশেম সারা দিনের পরিশ্রমে যা কামায় তাতে কমলাপুরের একটা বস্তিতে স্ত্রী সন্তান নিয়ে বহু কষ্টে তাদের দিন পার হয়।
রাত পোহালে যাদের পরের দিনের খাবারের অনিশ্চয়তায় কাজে বের হতে হয়, তাদের কাছে দুই দিন পর পর কয়েল কিনে টাকা নষ্ট করাটা বিলাসিতা ছাড়া আর কিছুই না। বিলাসিতা বাবুদের জন্য। আর সে ছোটলোকের সন্তান, মশার কামড় খেয়েই তাকে বড় হতে হবে!
শূন্য'র মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment