Saturday, May 18, 2013

এনায়েত আলির ছাগল এবং আমরা পাবলিক!


"এনায়েতঃ ফজলু, বল পাবলিক কি চায়? তুমিও তো একজন পাবলিক। তুমি কি চাও?
ফজলুঃ (কিছুক্ষণ ভেবে) জানি না।
এনায়েতঃ এইটাই হইল মূল কথা! পাবলিক কি চায় সে তা জানে না! যে জানে সে নেতা, বিরাট নেতা!
ফজলুঃ পাবলিক কি চায়?

এনায়েতঃ পাবলিক চায় আমোদ-ফুর্তি-বিনোদন।"
(এনায়েত আলীর ছাগল; হুমায়ূন আহমেদ)
****

সাহারা, সাগর রুনি, শেয়ার বাজার, ইলিয়াস, সুরঞ্জিত, হলমার্ক, শাহাবাগ, বাঁশেরকেল্লা, রামপাল, মখা, আইজু, হেফাজত সহ এমন আরও অনেক কিছু সব হচ্ছে পাবলিকের জন্য আমোদ-ফুর্তি-বিনোদন!! কারন পাবলিক জানে না সে কি চায়! যারা জানে তারা নেতা! নেতারা পাবলিককে ইস্যু গোছিয়ে দেয়!!

বিঃ দ্রঃ প্রথম যখন ফেসবুকে আসি তখন নিজের কিছু দিন আগের পোস্ট হারিয়ে যেত, কিন্তু এখন আইডির জন্ম থেকে শুরু করে সব পোস্ট দিন-মাস-বছর আকারে দেখা যায়। একদিন একটু কষ্ট করে পেছনে খুঁজে দেখবেন, আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন!! পুরাতন ইস্যু গুলো দেখলে বুঝবেন আপনি-আমি কত বড় 'পাবলিক'! 

শুন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment