Sunday, January 5, 2014

শত্রু শত্রু খেলা!


আজ ইফতারীর ৩০-৪০ মিনিট আগে আমাদের দরজাতে একজন মা এসেছেন, তাঁর সাদা ড্রেস পরা মেয়েকে খুঁজতে! লাল ড্রেস পরা একটা ছেলে তাঁর মেয়েকে এই বাসার কোনো এক ফ্ল্যাটে নিয়ে এসেছে! তাঁর ছোট ছেলে বোনকে একজনের সাথে এই বাসাতে ঢুকতে দেখেছে। তিনি রিপোর্ট পেয়ে ছুটে এসেছেন। ভদ্র মহিলা মেয়ের খোঁজে এই প্রত্যেকটা ফ্ল্যাটে নক করে চলেছেন। এই বাসাতে চার তলাতে একটা ফ্ল্যাট, পাঁচ তলাতে আমরা একটা ফ্ল্যাট, পাশে আরেকটা ফ্ল্যাট, ছয় তলাতে তিনটা ফ্ল্যাট নিয়ে মোট ছয়টা ফ্ল্যাট ব্যাচেলর থাকে। ছয় তলাতে একটা ফ্ল্যাটে গিয়ে
তাঁর সাদা ড্রেস পরা মেয়ে আর সেই লাল ড্রেস পরা ছেলেকে ধরেও ফেললেন! 

এটা রমজান মাস। দিন-দুপুরে রুমে মেয়ে আসাটা কেমন জানি দেখায়! তাই সন্ধাতেই...! ভার্সিটি অথবা অন্য কোথাও ইফতারির বাহানা বানিয়ে মেয়েটা বাসা থেকে বের হয়েছিলো! কিন্তু শেষ রক্ষা আর হল কই? মেয়ে নিজের ইচ্ছাতেই ঐ ‘লাল পিরানের’ সাথে এসেছে! মায়ের কাছে হাতে নাতে ধরা... চিল্লাচিল্লি... মান-সন্মান নিয়ে টানাটানি!

আসল কথাতে আসি, কতটা ব্যাকুল হলে একজন বয়স্ক মা তাঁর মেয়েকে খুঁজতে একটা বাসার সব গুলো ফ্ল্যাটের দরজা ঘুরতে পারেন? ছয় তলা পর্যন্ত উঠেছেন আর লজ্জা শরমের মাথা খেয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে মেয়ের খোঁজ করেছেন। আমার ধারণা, এই প্রত্যেক বার লজ্জাতে উনি মাটির সাথে মিশে গেছেন! মায়ের লজ্জাটা কি সেই মেয়েটিকে বা তার সেই বয়ফ্রেন্ডকে স্পর্শ করতে পারবে? সে সম্ভবনা খুব কম! তবে একটা কথা বলতে পারি, আজ থেকে মেয়েটার কাছে তার মা আর ভাই শত্রু হয়ে গেল! এবার শুরু হবে আসল ‘শত্রু শত্রু খেলা’!


শূন্য পথিকের মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment