Saturday, June 22, 2013

বিশ্বের ক্ষুদের প্রোগ্রামার বাংলাদেশের 'রূপকথা'

মায়ের সাথে রূপকথা

গিনেসে বিশ্বের সবচেয়ে ক্ষুদে প্রোগ্রামার হিসেবে নাম লেখাচ্ছে বাংলাদেশের 'রূপকথা'
মাত্র ৭ বছরের 'রূপকথা' নামের বাংলাদেশী বিস্ময় বালক (ক্লাস এইটের ইংলিশ ফর টুডে'র মডেল) অনেক অগেই দৃষ্টি আকর্ষণ করেছিল বিশ্ব মিডিয়ার, রিপ্লিস্‌ এর মত বিখ্যাত প্রতিষ্ঠানের পর এবার সে যাচ্ছে গিনিস রেকর্ড বুকে!
রুপকথার দক্ষতা: 
প্রোগ্রামিংয়ে সি,
সি++,
ভিজ্যুয়াল বেসিক,
জাভা,
পাইথন,
উইন্ডোজ এক্সপি,
মাইক্রোসফট ওয়ার্ড (দ্রুত গতিতে কম্পোজ),
পাওয়ার পয়েন্ট,
এডোবি ফটোশপ,
ফ্লাশ প্রভৃতি।

রুপকথাকে নিয়ে সংবাদ প্রকাশ: 
বিবিসি ওয়ার্ল্ড,
ক্যালিফোর্নিয়া অবজারভার,
নিউইয়র্ক টাইমস,
নিউইয়র্ক হেরাল্ড ট্রিবিউন,
এস্টেট নিউজ,
চিলড্রেন পোস্ট,
জি-নিউজ,
হিন্দুস্থান টাইমসসহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম।

তাছাড়া বাংলাদেশে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডেটেক্সট বইয়ে রূপকথাকে মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। রিপলিস কর্তৃপক্ষ ২০১১ সালে রূপকথা র কার্টুন প্রকাশ করে।


ওয়াশিক ফারহান রূপকথার মা সিনথিয়া ফারহিন রিসা বলেন শীঘ্রই রূপকথার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেঘোষণা দেবে কর্তৃপক্ষ।

রুপকথার কয়েকটি ভিডিও লিংকের ঠিকানা দেওয়া হলো

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment