Tuesday, January 21, 2014

একটি সুন্দর দৃশ্য!


সরকারী তিতুমীর কলেজের সামনে বাস নষ্ট হয়ে গেল। মেজাজ খারাপ নিয়ে বাধ্য হয়ে বাস থেকে নেমে গুলশান-১ নম্বরের দিকে হাঁটা শুরু করলাম। গুলশান সার্কেলের কাছাকাছি দেখি একটা কিউট পিচ্চি (মেয়ে) একটা প্রাইভেট কারের দরোজার সামনে জিব বের করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে! পিঠে একটা ছোট্ট পিঙ্ক কালারের কার্টুন ব্যাগ। পিচ্চিটার এমন জিব বের করে মাথায় হাত দেওয়া ভঙ্গি দেখে কেন জানি হেসে দিলাম! কী এমন সর্বনাশ হয়েছে যে
এতোটুকু মেয়ে পাকনা বুড়ি বুড়ি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে? কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। কাছে গিয়ে যা বুঝলাম, প্রাইভেট কার থেকে নামার সময় তার মা কোনো ভাবে শাড়ি ছিঁড়ে ফেলেছে! আর এক কারণে পিচ্চি 'হায় হায়' ভঙ্গি নিয়ে মায়ের শাড়ির দিকে তাকিয়ে আছে!

খুব সামান্য একটা দৃশ্য। তবুও শেয়ার করলাম কারণ এটা সম্ভবত গত সাত দিনের ভেতর আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য! মাঝে মাঝে সামান্য একটা দৃশ্য অনেকটা মন ভালো করে দিতে পারে! সত্যি অবাক লাগে!


শূন্য পথিকের মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment