Tuesday, January 21, 2014

অনুগল্পঃ মুদি দোকান!


অনেক দিন কাগজ কলম নিয়ে বসা হয়না। মাথায় বেশ কিছু গল্পরা উঁকি ঝুঁকি মারছে কিন্তু কাগজ কলম নিয়ে বসলে আর আসে না। সে দিন বহু কষ্টে একটা গল্প লেখার পরে ফরিদ অবনীকে মেইল করল। 

অবনী গল্পটা পড়ে রিপ্লাই দিলো ‘দোস্ত, সাউথ আফ্রিকা চলে আয়, এখানে মুদি দোকানের বড়ই অভাব!’ 


ফরিদ খুব একটা গুরুত্ব দিল না। অবনী তার সবচে বড় সমালোচক, স্বামী-মেয়ে নিয়ে থাকে আফ্রিকাতে। স্কুল জীবনের বন্ধু, তবে দীর্ঘ দিন কোনো যোগাযোগ ছিল না। সে যে সাউথ আফ্রিকাতে সেটাও জানা ছিল না। হঠাৎ একদিন সে তার ইনবক্সে অবনীর একটা মেইল পেল। সেই থেকে শুরু, অবনী তার লেখার এমন সমালোচনা করে চলেছে। 

তার একটা লেখাটা পড়ে অবনী বলেছিল ‘ছিঃ! নর্দমাতে ফেলে দে দোস্ত!’ কিন্তু গত বছর বইমেলাতে প্রকাশিত ফরিদের প্রথম বইতে সেই গল্পটাই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। 

কিন্তু একটা গল্পের সাথে মুদির দোকানের সম্পর্কটা কী হতে পারে, এটা ঠিক ফরিদের মাথায় আসছে না!

শূন্য পথিকের মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment