Sunday, January 5, 2014

আমার শিক্ষক


বাংলা ক্লাস। শিক্ষক একটু দেরি করেই ঢুকলেন। কী পড়াবেন আমরা কেউই জানি না। তো রুমে ঢুকেই তিনি প্রশ্ন করলেন,
-তোমাদের মধ্যে কে কে প্রেম করো?
(সারা ক্লাস নীরব, একজন আরেক জনের মুখের দিকে তাকাচ্ছে)

-লজ্জার কিছু নেই! আমি জানি এখানে তোমাদের অনেকেরই প্রেমিক/প্রেমিকা আছে। এবং তোমরা প্রায়ই প্রিয় মানুষটিকে নিয়ে পদ্মার পাড়ে (রাজশাহী) দারুন কিছু সময় কাটাও। তবে এই সব প্রেমের অধিকাংশের মধুর সমাপ্তি হবে না এটা নিশ্চিত। মনে কর, আজ থেকে ২০-২৫ বছর পর কোনো বসন্তে তুমি ঠিক এই পদ্মার ধারে একা ঘুরতে এসেছো। পদ্মার পাড়ে বসে, এক কাপ ধোঁয়া উঠা কফি হাতে, শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছো। তোমার মনে পড়বে সেই ২০-২৫ বছর আগে তুমি ঠিক এই জায়্গাতে কারো হাতে হাত, চোখে চোখ রেখে স্বপ্ন দেখতে! 

সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা ভেবে যে দিন তোমার বুকে ব্যাথা অনুভব হবে সেই দিন তুমি সুফিয়া কামালের "তাহারেই পড়ে মনে" কবিতার অর্থ বুঝতে পারবে। কবিতাটি থেকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, বাসা গিয়ে উত্তর গুলো মন দিয়ে ১বার শুধু পড়বে, মুখস্থ করার দরকার হবে না। আজকের ক্লাস এখানেই শেষ!

(আসলেই মুখস্থ করার প্রয়োজন পড়ে নি। ইশ্ সব শিক্ষক গুলো যদি এমন হতেন!)


শূন্য পথিকের মূল পোষ্ট>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment