Sunday, January 5, 2014

কপি-পেস্ট!


মনে করুন, আপনি আপনার নিজের একটা ইউনিক লাইন ফেসবুকে পোষ্ট করলেন। যেহেতু আপনি এবং আপনার জেনারেশন হুমায়ূন আহমেদের পাড় ভক্ত, লাইনটাতে হুমায়ূনীয় গন্ধ আসাটা স্বাভাবিক। হুমায়ূনীয় গন্ধ আসাটা অন্তত পাপের কিছু না, তাই না?
কেউ একজন লাইনটা কপি করে হুমায়ূন স্যারের নামে পোষ্ট করে দিল। সেখান থেকে আরও ১০জন বন্ধু এবং ১টা অ্যাডমিন তার পেজে হুমায়ূন আহমেদ নামে পোষ্ট দিয়ে দিল।
 একটা সময় আপনার সেই পোষ্টে আপনাকে চোর দাবি করে বিব্রত করা হল! 


ইদানিং এমন ঘটনা খুব হচ্ছে। অনেকের ইউনিক লেখাকে হুমায়ূন আহমেদের লেখা/লাইন থেকে চুরি করা বলে বিব্রত করা হচ্ছে। 


আমার একটা গ্রুপে বেশ কিছু হুমায়ূন বচন পোষ্টকারী উপন্যাসের নাম বলতে পারে নি। তার মানে তারা সরাসরি বই থেকে না, বরং অন্য কারো পোষ্ট থেকে কপি করেছেন, তারা নিজেও সিউর না যে এটা আদও হুমায়ূন বচন কি-না! এমন ১০টা পোষ্টে একটা পোষ্ট হুমায়ূন আহমেদের না হয়ে অন্য কারো হতেই পারে।

এমন সমস্যা গুলোর সমাধান কী?


শূন্য পথিকের মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment