Wednesday, July 3, 2013

অনুগল্পঃ শূন্যতার সৌন্দর্য


আকাশে মেঘ দেখার পরও বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে! ছোটমনি ইমনকে বারবার তাঁর বাসায় থেকে যেতে বলছিল,
‘এত রাতে মেঘ-বৃষ্টি মাথায় করে বের হতে হবে না, রাতটা থেকে যা!’
-না, ছোটমনি! থাকলে চলবে না, যেতেই হবে। আর যে কাজে এসেছিলাম সে কাজ তো হয়েই গেল!
-মানে?
-মানে তোমার সাথে অনেক দিন পর দেখা হল। আজ আমি উঠি। 
-রাস্তাতে উঠেই একটা সিএনজি অটোরিক্সা নিয়ে নিবি। বাসায় গিয়ে আমাকে জানাবি...।

ছোটমনি হচ্ছে ইমনের ফুফু। বাবার চাচাতো বোন। ইমনের মা মারা যাওয়ার সময় ইমন অনেক ছোট। মা মারা যাওয়ার পর ইমনের বাবা আর বিয়ে করেননি। ছোট্ট ইমনকে নাকি তখন এই ছোটমনিই দেখা শোনা করত। যদিও সে সব কথা ইমনের কিছুই মনে নেই। 

ইমন একটু আগে তার ছোটমনিকে মিথ্যা বলেছে! ইমন আসলে তাঁর সাথে দেখা করতে আসেনি, এসেছে পৃথার সাথে দেখা করতে। পৃথা ছোটমনির একমাত্র মেয়ে, ইমনের ফুফাতো বোন। আজ প্রায় তিনদিন হয় পৃথা তার সাথে ভাল করে কথা বলছে না, দেখাও করছে না। ইমনের অপরাধ, পৃথা ইমনকে পান্থপথে একটা মেয়ের সাথে দেখেছে! ঘটনা সত্যি! মেয়েটা ইমনের অফিসের কলিগ। মেয়েটার সাথে ঐ দিন অফিসের একটা পার্টি উপলক্ষে কিছু কেনাকাটা করতে গিয়েছিল। এর বেশি কিছুই না! কিন্তু এই কথাটা পৃথাকে কিছুই বোঝানো যাচ্ছে না। গত দুই দিন সময় দিয়েও দেখা করতে আসেনি। আজ দুপুরেও দেখা করার কথা ছিল। কিন্তু একঘন্টা পর ফোন দিয়ে দিয়ে বলেছে, এটা তোমার শাস্তি! 
বাধ্য হয়ে বাসাতেই দেখা করতে আসা লাগলো। তাকে বাসায় আসতে দেখে পৃথা রেগে আগুন। বেশ কিছুক্ষণ ছিল, কিন্তু সে একটা কথাও বলেনি! 


ছোটমনির বাসায় থাকা যেত। কিন্তু ইমন ইচ্ছা করেই চলে আসলো। উদ্দেশ্য পৃথাকে একটু কষ্ট দেওয়া! গত তিন দিন ও ইমনের সাথে যা করেছে এটা ওর শাস্তি! মুখে কিছু না বললেও পৃথা চাচ্ছিলো ইমন এই বৃষ্টির মধ্যে বাইরে না যাক। ওর চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিলো! 

অবশেষে শত অপেক্ষার ঝুম বৃষ্টি নেমেছে! পকেটে মুঠোফোনটা বেজে চলেছে। ইমন নিশ্চিত পৃথা ফোন করেছে। সে ইচ্ছা করেই ফোনটা বের করছে না। পৃথার দুশ্চিন্তা-উৎকণ্ঠাটা আরও একটু বাড়ুক! 
হৃদয়ে একরাশ ভালো লাগা, পকেটে প্রিয়ার উৎকণ্ঠা নিয়ে নিয়ন আলোয় বৃষ্টি মাড়িয়ে হেঁটে চলেছে এক যুবক। এখন পৃথিবীর সবচে সুখী মানুষেদের একজন সে! কিন্তু প্রকৃতি সবাইকে একসাথে সবকিছু দেয় না। শুধু এটাই অক্ষেপ! ইশ্‌! এই মুহূর্তে পাগলীটা যদি তার পাশে থাকতো...!!

শূন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment