Monday, July 15, 2013

অনুগল্পঃ একজন রমিজ মিয়া


রমিজ মিয়ার মেজাজ বেজায় খারাপ! বাইরে কিছুটা হাঁটাহাঁটি করতে পারলে রাগ কিছুটা কমত! কিন্তু বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। এত রাতে বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়াটা বুদ্ধিমানের কাজ না। তার সামনে এখন ঘোর বিপদ। তাকে এখন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। পাশের ঘরে তার স্ত্রী আর একমাত্র কন্যার কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই কিছুক্ষণ আগে মেয়ের গালে তিনি কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন! এত বড় মেয়ের গায়ে হাত তোলা ঠিক না। তার স্ত্রী জমিলা বেগম বাঁধা দিতে আসলে তাকেও একটা থাপ্পড় দিয়েছেন। আসলে মেজাজ খারাপ হলে তিনি জ্ঞান শূন্য হয়ে যান।


রমিজ মিয়া বারান্দাতে চিন্তিত মুখে পায়চারী করছেন। মোতালেব বেপারীকে খবর দেওয়া হয়েছে। মোতালেব হচ্ছে বিশাল কু-বুদ্ধির অধিকারী। সে রমিজ মিয়ার ডান হাত। মোতালেবকে মাস্টারকে ধরে নিয়ে আসছে। মাস্টার ঘুঘুর বাচ্চা দেখেছে, কিন্তু ঘুঘু দেখেনি! রমিজ মিয়া নিজে গিয়ে মাস্টারের পাছায় লাত্থি দিতে পারলে শান্তি পেতেন। কিন্তু মোতালেব তাকে শান্ত থাকতে বলেছে। এই ব্যাপার নিয়ে বেশি নাড়াচাড়া করলে কেলেঙ্কারি হয়ে যাবে। মওলানা সাহেব নিজে কাজীকে সাথে করে নিয়ে আসছেন। চেয়ারম্যানকে আনতে লোক গেছে। কিছুক্ষনের মধ্যে হয়ত চলেও আসবে। রমিজ মিয়া আর দেরি করতে চান না আজ রাতের মধ্যেই সব কেলেঙ্কারি মাটি চাপা দিয়ে দেবেন। মাস্টার তার কলিজায় হাত দিয়েছে। খবরটা শোনার পর রমিজ মিয়ার ইচ্ছা হচ্ছিলো মাস্টারের বিশেষ অঙ্গ কেটে তার সামনেই কুকুর দিয়ে খাইয়ে দিতে! জীবনে আর কোনো মেয়ের সাথে যেন.../ কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হল। তিনি মানুষ খারাপ কিন্তু তার মেয়েটার কাছে তিনি খুব দুর্বল। 

মেয়েটা বাবার মান সন্মানের দিকে না তাকালেও, যে কোনো মূল্যে মেয়ের ইজ্জত তাকেই বাঁচাতে হবে। অনেক আদরে আদরে যে তিনি মেয়েটাকে বড় করেছেন। রমিজ মিয়ার মনে পড়ে মেয়ের জন্মের পর তিনি অনেক শখ করে ফুলের নামে মেয়ের নাম দিয়েছিলেন ‘জুই’/ তিনি বেঁচে থাকতে তার ফুলের গায়ে কালি লাগবে, এটা কিছুতেই হতে পারেনা। বৃষ্টির গতি বেড়ে চলেছে। অন্ধকার বারান্দায় নিশ্চুপ বসে আছেন দুর্দান্ত প্রভাবশালী রমিজ মিয়া। কিন্তু এখন তিনি এক নিরুপায় বাবা। জীবন যুদ্ধে আজ তিনি পরাজিত হলেও তার মেয়েকে কোনো ভাবেই পরাজিত হতে দেবেন না... এটা নিশ্চিত! 

শূন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment