Saturday, July 27, 2013

সৃজনশীল অভিজ্ঞতা!


একটি স্কুলের ক্লাস সেভেনের অর্ধ-বার্ষিক পরীক্ষার কৃষি বিজ্ঞানের কিছু খাতা দেখলাম। প্রশ্ন ছিল...
১. খ) নৃ-তাত্ত্বিক পরিবেশ বলতে কি বোঝ?
> এক ছাত্রের উত্তর: "যে পরিবেশে কোন শুখশান্টি নাই সেই পরিবেশ কে নৃ-তাত্ত্বিক পরিবেশ বলে।" 
>আরেক ছাত্রের উত্তর: "আমাদের পারিবারিক অশান্তির কারনে আমরা জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকি, একেই নৃ-তাত্ত্বিক পরিবেশ বলে।"

প্রায় সব প্রশ্নের উত্তর গুলোর একই অবস্থা তার পরও স্টুডেন্টরা ৭০% - ৮০% মার্ক পাইছে....! (কস্কি আবুল ইমো!)
এটাই নাকি সৃজনশীল প্রশ্ন পত্রের পরীক্ষা!!
আবার সরকারের নির্দেশ মতে বিদ্যালয়ে বেত্রাঘাত সম্পূর্ন নিষিদ্ধ! (RIP পড়ালেখা ইমো)

প্রত্যক্ষদর্শীঃ Yasin Hossain Masum


মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment