Wednesday, July 3, 2013

অনুগল্পঃ অপেক্ষা


আধ খাওয়া সিগারেটের টুকরোটা রাস্তার মাঝখানে ফেলে টাই পরা অগোছালো এক যুবক ফুটপাতে বসে সিগারেটের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। পাশে একটা ফাইল পড়ে আছে। যুবকের নাম মামুন। আজ সকালে তার চাকরীর ইন্টারভিউ ছিল। প্রায় নতুন একটা কোম্পানি। ইন্টারভিউ বোর্ডের মানুষ গুলোর মুখ দেখে মামুন শিওর চাকরীটা তার হচ্ছে না! এ নিয়ে তো আর কম হল না! তবে সে ইন্টারভিউটা নিয়ে চিন্তিত না।
শেষ বিকেল। বেশ চঞ্চল রাস্তা। সারাক্ষণ গাড়ি যাচ্ছে আবার আসছে। মামুন খুব মনোযোগ দিয়ে সিগারেটের টুকরোটা দেখছে। তার ধারনা একটা গাড়ির চাকা এই টুকরোর উপর দিয়ে চলে যাবে। সে মনে প্রানে চাচ্ছে যেন কোনো গাড়ি এটাকে চাপা না দেয়। মামুন সিধান্ত নিয়েছে, নিভে যাওয়ার আগ পর্যন্ত টুকরোটা যদি অক্ষত থাকে সে সন্ধায় নিরুর সাথে দেখা করতে যাবে। নিরুর সাথে তার দেখা করাটা খুব জরুরী। নিরুর কড়া হুকুম, চাকরীর যোগাড় না করে তার সামনে যাওয়া যাবে না। সে খুব কঠিন মেয়ে। মামুনও তার মত কঠিন হওয়ার চেষ্টা করছে। কিন্তু পারছে না। এই যে সে অপেক্ষা করছে... মাত্র একটা গাড়ি সিগারেটটির খুব কাছ দিয়ে চলে গেল! মামুনের বুকের মধ্যে কেঁপে উঠল! নিরুকে খুব দেখতে ইচ্ছা করছে। সামনে গেলে হয়ত হয়ত সে খুব রাগ করবে কিন্তু ওকে না দেখে থাকাও সম্ভব হচ্ছে না।

পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। মামুন একটু বিরক্ত! এই সময় আবার কে! গাড়ি গুলো এখন আবার সিগারেটটার খুব কাছে দিয়ে চলে যাচ্ছে! মামুনের ভয় করছে।
-হ্যালো! মামুনুর রশিদ সাহেব বলছেন?
-জী! আপনি?
-আজ সকালে আপনার একটা ইন্টারভিউ ছিল। আমি সেই কোম্পানির ম্যানেজার আনিসুর রহমান। আপনি কি কাল একটু আমাদের অফিসে আসতে পারবেন?
-কেন বলুন তো?
-আমাদের কোম্পানি আপনাকে হায়ার করতে চাচ্ছে। প্রাথমিক কিছু ব্যাপার আপনার সাথে শেয়ার করা হবে। নতুন কোম্পানি... বোঝেন তো? আপনি চুপ কেন? আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?
-অবশ্যই অবশ্যই! আপনাকে অনেক ধন্যবাদ! ঠিক কখন আসতে হবে বলুন তো?
-আমাকে না, নিজেকে ধন্যবাদ দিন। এটা আপনার প্রাপ্য। সকালে যে কোনো সময় আসবেন।
-ওকে ওকে!

লাইনটা কেটে গেল। মামুন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না! এত দ্রুত ফলাফল আশা করে নি! এই না সকালেই ...! এটা কি স্বপ্ন? নিরুর সাথে দেখা করতে আর কোনো বাঁধা নেই! খবরটা সরাসরি নিরকে দিতে হবে। মামুন উঠে দাঁড়ালো। সিগারেটের টুকরোটা এখনো জ্বলেই চলেছে। সে দ্রুত হাঁটা শুরু করেছে। তার মাথায় দুইটা লাইন ঘুরছে-
"চাকরীটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো!
এখন আর কেউ আটকাতে পারবে না!..."

শূন্য পথিকের মূল পোস্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment