Wednesday, July 31, 2013

অনুগল্পঃ 'ড়'

মন খারাপ করে কফি শপ থেকে বেরিয়ে দোকানটার নাম দেখে 'ড়'র মেজাজ আরও খারাপ হয়ে গেল! 'পড়শি কফি শপ’ নামের মধ্যে তার নামটা আছে! তপ্ত রোদে ফুটপথ দিয়ে হাঁটতে হাঁটতে 'ড়' একটু শিস বাজানোর চেষ্টা করল। "বাড়ির পাশে আরশি নগর, সেথা এক পড়শি বসত করে" রোদ গরমের জন্যই কিনা শিসটা ঠিক মত আসলো না। ধ্যাত শালা! 'আরশি'র মত 'পড়শি' বানানটা 'পরশি' হলে ভাল হতো! 

আজ সকাল ১০টাতে 'ড়' আর 'ম'র দেখা হওয়ার কথা ছিল। দুজনের পরিচয় ফেসবুকে। আজ প্রথম দেখা। 

'ড়' তো সেই ১০টাতে এসে উপস্থিত কিন্তু 'ম'র দেখা নেই! পাক্কা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর 'ম' এসেছে,
-সড়ি! দেড়ি হয়ে গেল! ঢাকার ড়াস্তার অবস্থা বোঝেনই তো!


এতক্ষণ একা একা 'ড়' মেজাজ খারাপ করে বসে ছিল! 'ম'র কথা শুনে 'ড়' পুরা অবাক! এই সব কি বলে এই মেয়ে? এমনি তার নামটা কেউ ঠিক মত উচ্চরন করতে পারে না। 'ড়' আর 'র' গুলিয়ে ফেলে! কিন্তু এই মেয়ে তো পুরাই উল্টা! 'র'কে 'ড়'তে গুলিয়ে ফেলছে! নাকি ব্যাপারটা ইচ্ছাকৃত? 'ম' কি তাকে ভেঙ্গাচ্ছে?

-এইটা কি পড়েছেন?
-মানে? সরি বুঝলাম না!
-এই কালাড়ের শার্ট পড়েছেন ক্যান? আপনার না ব্ল্যাক শার্ট পড়ার কথা ছিল!


রাগে-দুঃখে-ক্ষোভে 'ড়' কি বলবে বুঝে উঠতে পাচ্ছিল না! 'ড়' ও 'র' উচ্চরন সমস্যার কারণে আগেও সে অনেক বার তার নামটা পাল্টানোর চিন্তা ভাবনা করেছে। কিন্তু অনেক ঝামেলা করতে হবে ভেবে এত দিন করেনি। আবার আকিকার ঝামেলাও তো আছে। কিন্তু এখন মনে হচ্ছে নামটা বদলে অন্য একটা নাম নেওয়াটা জরুরী হয়ে পড়েছে! মেজাজটা খারাপ করে 'ম' কে রেখেই 'ড়' কফিশপ থেকে বেরিয়ে এলো। মাথার উপর গনগনে সূর্য নিয়ে এখন সে হেঁটে চলেছে। ‘ড়’র মনটা ভীষণ খারাপ। গান শুনলে মনটা ভাল হবে হয়ত। মনের চাপা কষ্ট নিয়ে 'ড়' একটা এফএম রেডিও ষ্টেশন টিউন করল,
-হ্যাল্লো লিসেনাড়স্‌! শুভ দুপুড়! আড়জে ‘ল’ আছি আপনাদেড় সাথে! আড় এখন আপনাদেড় শোনাব......

নাহ্‌! নামটা বদলানো জরুরী হয়ে গেছে! আচ্ছা, আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যায় কি?

শূন্য পথিকের মূল পোষ্ট>>

No comments:

ফেসবুক প্লাগইন: শূন্য পথিক by শূন্য পথিক (ফেসবুকে আমি) →ফেসবুকে অ্যাডমিন- হুমায়ূন আহমেদ ফ্যান পেজ

Post a Comment